এক মুহুরতের জন্য “প্রেম না ভালোবাসা”
এক মুহুর্তের জন্য মনে হল আমি ভুল করছি, কিন্তু জানিনা কি হল আমরা দুজন দুজনকে বুকে জরিয়ে ধরলাম বুঝতে পারলাম ভুলটা হয়তো জীবনের সবচেয়ে সুখময় দিন ছিল দুজন দুজন কে জরিয়ে ধরলাম…
চারপাশ অন্ধকার কিন্তু সন্ধ্যা হতে অনেক বাকি, আকাশে অনেক মেঘ জমে আছে টিক যেন আমাদের মনের জমে থাকা কস্টটার মত, বুকে জরিয়ে ধরার সাথে সাথে মনে হল যেন বৃষ্টি শুরু হবে কিন্তু হচ্ছেনা, এ সময় আমর মন চায় অনেক বৃষ্টি হোক, আমি বৃষ্টিতে ভিজি, হয়ত সবার মত আমিও বিশ্বাস করি বৃষ্টিতে ভিজলে পাপ ধুয়ে জায়, হয়ত অনেক ভিজতে হবে, অনেক পাপ করেছি, পাপ আর ভুলের মধ্যে পারথক্য টা কি?
আমি অতিথির হাত ধরলাম, দেখলাম ওর চোখ দুটা লাল হোয়ে গেছে, মনে হয় অনেক রাগ আমর উপর, এখন কিছু বলা ঠিক হবে না, হয়তো ১৩ তলা থেকে লাফ ও দিতে পারে।
আমি অতিথিকে বললাম Sorry… Please মাফ কর, আমি তেমাকে অনেক বার বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস হয়নি, ভয় লাগত, তোমাকে হারাবার ভয়, সত্তি আমি তোমাকে অনেক ভালভাসি, বিসসাস কর